বিপর্যয় কাটিয়ে ফের ছন্দে ফিরছে অমরনাথ। সব ঠিক থাকলে মঙ্গলবার থেকেই এই তীর্থযাত্রা শুরু করা হতে পারে। সংবাদ সংস্থা সূত্রে এমনটাই জানা গিয়েছে।
প্রাকৃতিক বিপর্যয়ের পর পরিস্থিতি পর্যালোচনা করতে রবিবার সন্ধ্যায় উচ্চ পর্যায়ের বৈঠকে বসবেন জম্মু ও কাশ্মীরের উপরাজ্যপাল মনোজ সিন্হা। সূত্রের খবর, আগামী দু’দিনের মধ্যেও পুনরায় অমরনাথ যাত্রা শুরু করা হতে পারে।
আরও পড়ুন- Assam Arrest : অসমে শিব-দুর্গা সেজে জ্বালানির বিরুদ্ধে প্রতিবাদ, মোদীকে নিশানার অভিযোগ, গ্রেফতার ২
শুক্রবার অমরনাথ গুহার পার্শ্ববর্তী এলাকায় প্রবল বৃষ্টির পরে নিকটবর্তী শিবির ভাসিয়ে হড়পা বান আছড়ে পড়ে বালতালের বেস ক্যাম্পে। মেঘভাঙা বৃষ্টির ফলেই ওই ঘটনা ঘটেছে বলে প্রথমে জানিয়েছিলেন আবহাওয়া বিশেষজ্ঞেরা। পরে অবশ্য জম্মু ও কাশ্মীর আবহাওয়া দফতরের সোনম লোটাস জানান, সম্ভবত খুব ছোট এলাকায় প্রবল বৃষ্টির ফলেই এমন বিপর্যয় ঘটেছে।