CAA-এর সমর্থনে সওয়াল করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ANI-কে দেওয়া সাক্ষাৎকারে অমিত শাহ জানিয়েছেন, CAA-তে কারও নাগরিকত্ব কেড়ে নেওয়ার প্রশ্ন নেই। এই নিয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও তোপ দাগেন তিনি। অমিত শাহ জানিয়েছেন, "হাতজোড় করে বলছি, এই নিয়ে রাজনীতি করবেন না।" শুধু তাই না, বাংলার মুখ্যমন্ত্রী শরনার্থী ও অনুপ্রবেশকারীদের পার্থক্য বোঝেন না বলেও কটাক্ষ করেন তিনি।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত কয়েকদিন ধরে CAA নিয়ে জোর সওয়াল তোলেন। বিজেপিকে আক্রমণ করে তাঁর অভিযোগ, ভোটের আগে বিজেপি হিন্দু-মুসলিম বিভাজনের চেষ্টা করছে। অমিত শাহ এদিন ANI-এর সাক্ষাৎকারে জানিয়েছেন, বাংলায় বিজেপি ক্ষমতায় এলে অনুপ্রবেশ বন্ধ হবে। মমতাকে আক্রমণ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি, "জাতীয় নিরাপত্তা নিয়ে এই ধরনের রাজনীতি করলে, অনুপ্রবেশ চলতে দিলে মানুষ আপনার সঙ্গে থাকবে না।"
মঙ্গলবারের পর বুধবারও CAA নিয়ে আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শিলিগুড়ি থেকে CAA নিয়ে কেন্দ্রকে আক্রমণ করেছেন তিনি।