জলপাইগুড়ির পরিস্থিতি জানতে মুখ্যমন্ত্রী ফোন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। রবিবারের ঘটনা নিয়ে উদ্বেগও প্রকাশ করেছেন তিনি। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বাংলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করে জলপাইগুড়ির পরিস্থিতি নিয়ে কথা বলেছেন অমিত শাহ। ইতিমধ্যেই জলপাইগুড়ি গিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস এবং রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
রবিবার কয়েক মিনিটের ঝড়ে কার্যত তছনচ হয়ে যায় জলপাইগুড়ির একাধিক এলাকা। সবচেয়ে বেশি প্রভাব পড়ে জেলার গ্রামীণ এলাকায়। ঘটনার খবর পেয়ে রাতেই জলপাইগুড়ি যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রায় মধ্যরাত পর্যন্ত জেলার বিভিন্ন বিপর্যস্ত এলাকা ঘুরে দেখেন তিনি। যান জেলা হাসপাতালে আহতদের সঙ্গে দেখা করতে।
এই ঝড়কে কার্যত প্রাকৃতিক বিপর্যয় বলেই অভিহিত করেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রাথমিক ছবি তাঁকে শিহোরিত করেছে বলেও জানান মুখ্যমন্ত্রী। সোমবার সকালেই জলপাইগুড়ি গিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস এবং রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। জলপাইগুড়ি নিয়ে রাজ্যকে রাজধর্ম পালন করতেই অনুরোধ করেছেন শুভেন্দু।