সমগ্র বিশ্বের সবচেয়ে দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশ ভারত । মুম্বইয়ে গ্লোবাল ফোরামের অনুষ্ঠানে এডিটরজি-র প্রতিষ্ঠাতা বিক্রম চন্দ্রাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এমনই জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । একইসঙ্গে এদিনের আলোচনায় গ্লোবাল রেটিং সংস্থা নিয়েও বলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ।
ভারতীয় অর্থনীতিতে গ্লোবাল রেটিং এজেন্সিগুলির মূল্যায়ন সম্পর্কিত আলোচনায়, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, ভারত আগামী ২-৩ বছর নিম্ন রেটিং পেতে পারে । কিন্তু, ভারতের পারফরম্যান্স ও সম্ভাবনা নিয়ে আশাবাদী শাহ ।
শাহ এদিনের আলোচনায় বলেন,ভারতীয় অর্থনীতিতে ২০০৪ সাল থেকে ২০১৪ সাল ছিল চ্যালেঞ্জিং সময় । কিন্তু, ১০ বছরের সেই খারাপ সময়টা ভারত কাটিয়ে উঠতে পেরেছে ২০১৪ সালের পর থেকে । তাই অতীতের পারফরম্যান্সের উপর নির্ভর করে আগামী দুই তিন বছর রেটিং কম পেতে পারে ভারত । কিন্তু, অমিত শাহের দাবি, কোনও রেটিং এজেন্সি ভারতের ভবিষ্যৎ সম্ভাবনার মূল্যায়ন করতে পারে না