কেরলের কনভেনশন সেন্টারে বিস্ফোরণের ঘটনায় এবার তদন্ত করবে এনআইএ । রবিবার সকালে অনুষ্ঠান চলাকালীন আচমকা বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে এলাকা । মৃত্যু হয় একজনের । জখম ২০ জনের বেশি । ঘটনার পরপরই কেরলের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও পরিস্থিতির পর্যালোচনা করেন ।
অমিত শাহের নির্দেশ,অবিলম্বেই যেন ঘটনাস্থলে NIA ও NSG টিম পাঠানো হয় । সেই নির্দেশ মতোই ৪ জনের NIA টিম গঠন করা হয়েছে । রাজ্য পুলিশের পাশাপাশি বিস্ফোরণের ঘটনার তদন্ত করবে NIA-ও ।
জানা গিয়েছে সকাল ৯টা নাগাদ বিস্ফোরণটি ঘটে । সেইসময় সেখানে প্রায় ২০০০ মানুষ উপস্থিত ছিলেন । প্রত্য়ক্ষদর্শীরা জানাচ্ছেন, একাধিকবার বিস্ফোরণ হয় । কিন্তু কী কারণে বিস্ফোরণ, তা এখনও জানা যায়নি ।