ত্রিপুরা বিধানসভা ভোটের বাকি হাতে গুনে আর মাত্র ২টো মাস। কিন্তু তার আগেই রাজ্যে কার্যত 'ভরাডুবি' হাল বিজেপির। ভোটের আগে একের পর এক বিজেপি নেতা বিধায়করা ছেড়েছেন দল (BJP)। তাই রাজ্যের 'গেরুয়া শিবিরের' হাল ধরতে এবার মাঠে নামছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। আগামী ৫ জানুয়ারি, বৃহস্পতিবার ত্রিপুরায় গিয়ে ৮ দিনের রথযাত্রার সূচনা করবেন তিনি।
২০১৮ সালে বাঙালি সংখ্যাগরিষ্ঠ এই রাজ্যে আড়াই দশকের বাম শাসনের অবসান ঘটিয়ে আইপিএফটি-র সঙ্গে জোট বেঁধে ক্ষমতায় এসেছিল বিজেপি। কিন্তু একেরপর এক অভিযোগ ওঠে শাসক দলের বিরুদ্ধে। এ পর্যন্ত ত্রিপুরায় বিজেপির ৬ জন বিধায়ক ইস্তফা দিয়ে দল ছেড়েছেন। আর বিজেপির এই ভাঙনে আখের গুছিয়ে নিয়ে বেশ খানিকটা মাটি শক্ত করে ফেলেছে তৃণমূল।