তুরস্ক এবং সিরিয়ার ভয়াবহ ভূমিকম্পের রেশ এখনও মানুষের মন থেকে যায়নি। তার মধ্যেই হকচকিয়ে দেওয়ার মতো এক নতুন তথ্য সামনে এলো। গত ২ বছরে ভারতেরই একটি জেলাতে প্রায় ৪০০ বার ভূমিকম্প হয়েছে! গুজরাটের অম্রেলি জেলাকে এক কথায় বলা যায় 'ভূমিকম্পের আঁতুরঘর'। গত ২৩ ফেব্রুয়ারি থেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত অম্রেলির কয়েকটি জায়গায় চারবার ভূ-কম্প অনুভূত হয়েছে।
এই জেলার মিটিয়ালা গ্রামের বাসিন্দারা ভূমিকম্পের আতঙ্কে ঘরের বাইরে শুচ্ছেন।
উল্লেখ্য, ২০০১ সালের গুজরাট ভূমিকম্পের স্মৃতি এখনও দেশবাসীর মন থেকে মুছে যায়নি। সরকারি হিসেব অনুযায়র, সেই ভয়াবহ ভূমিকম্পে প্রাণ হারিয়েছিলেন অন্তত ১৩,৮০০ জন। আহত হয়েছিলেন কমবেশি ১ লক্ষ ৬৭ হাজার মানুষ।