কেন্দ্রীয় রেলের ‘বন্দে ভারত’ প্রজেক্টটি ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে জনসাধারণের মধ্যে। কিন্তু সেমি হাইস্পিড এই ট্রেনের ভাড়া আকাশছোঁয়া, তাই সাধারণ মানুষের ইচ্ছে থাকলেও সবসময় বন্দে ভারত চড়ার উপায় ছিল না। কিন্তু এবার জনসাধারণের জন্য বন্দে ভারতের ঢঙেই ‘অমৃত ভারত’ নিয়ে আসছে কেন্দ্রীয় রেল।
এটিই হবে বন্দে ভারতের স্লিপার ভার্সন। ‘অমৃত ভারত এক্সপ্রেসের’ উদ্বোধন হবে ৩০ ডিসেম্বর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাতে। বিহার থেকে প্রথম চালু হওয়ার কথা প্রথম অমৃত ভারত এক্সপ্রেসের। এই ট্রেনে থাকবে অত্যাধুনিক নানা প্রযুক্তি। প্রতিটি আসনে চার্জিং পয়েন্ট দেওয়া হয়েছে , বিশেষ টয়লেট রয়েছে, প্রতি বগিতে সেন্সর ওয়াটার ট্যাপ গার্ড , সিসিটিভি সমস্তই থাকবে এই ট্রেনে।
AC Local train: শিয়ালদহ স্টেশন থেকে চালু হবে AC লোকাল ট্রেন পরিষেবা? শীঘ্রই মিলবে সুখবর!
এই ট্রেনে এসি কোচের বদলে সবই হবে সাধারণ স্লিপার কোচ। অত্যাধুনিক সমস্ত সুযোগ সুবিধাও মিলবে ট্রেনে। প্রথম অমৃত ভারত ট্রেনটি দারভাঙ্গা থেকে অযোধ্যা হয়ে দিল্লি যাবে।