Bangaladesh Crisis : ঢাকা থেকে এখনই ফেরানো হচ্ছে না ভারতীয়দের, সর্বদলে দাবি বিদেশমন্ত্রীর

Updated : Aug 06, 2024 12:37
|
Editorji News Desk

বাংলাদেশে থাকা ১২ থেকে ১৩ হাজার ভারতীয়কে এখনই সরানোর কোনও প্রয়োজন হচ্ছে না। মঙ্গলবার দিল্লিতে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে ডাকা সর্বদল বৈঠকে একথা জানিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। কারণ, তিনি মনে করেন বাংলাদেশের পরিস্থিতি এখনও হাতের বাইরে চলে যায়নি। তাই, এই মুহূর্তে সে দেশে থাকা ভারতীয়দের সরিয়ে আনার পরিস্থিতি তৈরি হয়নি বলেই দাবি করেছেন বিদেশমন্ত্রী। 

সোমবার প্রধানমন্ত্রী পদে শেখ হাসিনার ইস্তফার পর থেকেই ঢাকার উপর নজর রয়েছে দিল্লির। রাতেই গাজিয়াবাদে ভারতীয় বায়ুসেনার ঘাঁটিতে সে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দীর্ঘ বৈঠক করেছেন ভারতীয় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। সেই বৈঠকের নির্যাস মঙ্গলবার রাতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে জানিয়েছেন তিনি। 

মঙ্গলবার সরকার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ পরিস্থিতি নিয়ে সর্বদল বৈঠক ডাকা হবে। সেই মতো দিল্লিতে এদিন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে এই বৈঠক হয়। বৈঠকে ছিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীও। 

ওই বৈঠকেই বিদেশমন্ত্রী দাবি করেন, অগ্নিগর্ভ বাংলাদেশের উপর গোড়া থেকেই নজর রেখে চলছে দিল্লি। গত দু মাসে বাংলাদেশ থেকে ভারতে ফিরিয়ে আনা হয়েছে আট হাজারের বেশি পড়ুয়াকে। সূত্রের দাবি, ওই বৈঠকে জয়শঙ্কর জানিয়েছেন, দিল্লি চায় নিজের ভবিষ্যৎ ঠিক করতে আরও কয়েকদিন সময় দেওয়া হোক শেখ হাসিনাকে। বিদেশমন্ত্রীর ইঙ্গিতেই স্পষ্ট আপাতত ভারতেই থাকছেন হাসিনা। কারণ, এই পরিস্থিতিতে তাঁকে রাজনৈতিক আশ্রয় দিতে আপাতত অস্বীকার করেছে ব্রিটেন। 

Bangladesh Crisis

Recommended For You

editorji | ভারত

One Nation One Vote : কেমন হবে ভোট দানের চরিত্র, সিদ্ধান্ত এবার JPC-র কোর্টে

editorji | ভারত

ABHA Card: স্বাস্থ্য পরিষেবা নিয়ে এবার বিশেষ অ্যাকাউন্ট, লিঙ্ক করতে হবে আধার

editorji | ভারত

Fake International Call: আন্তর্জাতিক নম্বর থেকে ভুয়ো কল! হোয়াটসঅ্যাপে স্প্যাম থেকে বাঁচতে কী করবেন

editorji | ভারত

Abhishek Banerjee : নেত্রী মমতাকে ইন্ডিয়া জোটে চান অভিষেক, নির্বাচন নিয়ে কটাক্ষ কেন্দ্রকে

editorji | ভারত

Ustad Zakir Hussain : প্রয়াত উস্তাদ জাকির হুসেন, বয়স হয়েছিল ৭৩ বছর