মণিপুরে সেনাকর্মীকে অপহরণের অভিযোগ । ওই সেনাকর্মীকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে । শুক্রবার সকালে ঘটনাটি ঘটে । ওই সেনার খোঁজ শুরু করে নিরাপত্তাবাহিনী । অবশেষে শুক্রবার সন্ধ্যায় ওই সেনাকে উদ্ধার করা হয়েছে বলে জানা গিয়েছে । মণিপুরে হিংসা শুরু হওয়ার পর থেকে এই নিয়ে চতুর্থবার সেনা অপহরণের ঘটনা ঘটল ।
জানা গিয়েছে, মণিপুরের থৌবল জেলার লেইকাইয়ের বাসিন্দা ওই সেনাকর্মী । নাম কোনসাম খেদা সিং । তিনি ভারতীয় সেনাবাহিনীর জুনিয়র কমিশনড অফিসার পদে রয়েছেন । জানা গিয়েছে, শুক্রবার সকালের দিকে তাঁর মণিপুরের বাসভবনে হঠাৎ চড়াও হয় একদল দুষ্কৃতী । সেইসময় বাড়িতেই ছিলেন ওই সেনাকর্মী । ছুটিতে বাড়ি এসেছিলেন । অভিযোগ, ওই দুষ্কৃতীরাই কোনসাম খেদা সিং-কে তুলে নিয়ে যায় ।
কনসাম খেদা সিং-কে অপহরণের খবর ছড়িয়ে পড়তেই যৌথ অভিযানে নামে পুলিশ এবং সেনা । পরে সন্ধে সাড়ে ৬টা নাগাদ তাঁকে উদ্ধার করা হয় । কী কারণে অপহরণ করা হল, তা এখনও জানা যায়নি । তবে, এর আগে সেনা অফিসারকে অপহরণের হুমকি দেওয়া পেয়েছিল তাঁর পরিবার । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ