স্ত্রী এবং সন্তানকে শ্বাসরোধ করে খুন করার পর নিজে গলায় দড়ি দিয়ে সিলিং থেকে ঝুলে আত্মহত্যা করলেন পুনের এক বাঙালি সফটওয়্যার ইঞ্জিনিয়ার। পুলিশ জানিয়েছে, স্ত্রী এবং ছেলেকে খুন করে আত্মঘাতী হন অভিযুক্ত। বাড়ি থেকে পুলিশ উদ্ধার করেছে পরিবারের তিন সদস্যের মৃতদেহ। ঘটনাটি ঘটেছে পুনের আউনধ এলাকায়।
পুলিশ সূত্রে খবর, পুনের সফটওয়্যার ইঞ্জিনিয়ার সুদীপ্ত গাঙ্গুলী নিজের স্ত্রী প্রিয়াঙ্কা (৪০) এবং ৮ বছরের ছেলেকে প্লাস্টিকের ব্যাগ দিয়ে মুখ বেঁধে শ্বাসরোধ করে হত্যার পরে আত্মঘাতী হন।
পুলিশ জানিয়েছে, সুদীপ্তকে ফোনে না পেয়ে তাঁদের খোঁজ করতে শুরু করেন পরিবাদের সদস্যরা। তারপর থানায় একটি মিসিং ডায়েরিও করা হয়। এরপর সুদীপ্ত'র ফোনের লোকেশন ট্র্যাক করে জানা যায় যে সেটি তাঁদের ফ্ল্যাটেই রয়েছে। সেখান থেকেই মৃতদেহের সন্ধান পায় পুলিশ।