নাবালিকাকে ধর্ষণের অভিযোগে রংপো থেকে গ্রেফতার ইন্দো-তিব্বত বর্ডার পুলিশের এক জওয়ান। এই ঘটনায় আটক করা হয়েছে এক সাব ইন্সপেক্টর ও এক নাবালককে। নির্যাতিতার পরিবারের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে ওই জওয়ানকে।
নির্যাতিতার মায়ের অভিযোগ, গত এপ্রিল মাস থেকে তাঁরা নাবালিকা মেয়েকে সেনা ছাউনিতে ডেকে নিয়ে গিয়ে বারে বারে যৌন নির্যাতন করা হয়। পরিবারের অভিযোগ, এই কাজে যুক্ত ছিল ওই সাব ইন্সপেক্টর এবং ওই নাবালক।
পুলিশ সূত্রে খবর, ধৃত জওয়ানের বাড়ি উত্তরাখণ্ডের পিথোরগড়ে। তার বিরুদ্ধে পকসো আইনে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আইটিবিপি জওয়ান রংপোয় রাজভবনের উইন্টার ক্যাম্পে থাকত। গত এপ্রিল মাস থেকে ওই সেনা আবাসে ডেকে একাধিকবার ধর্ষণ করে তাকে। ভয়ে কাউকে কিছু জানায়নি কিশোরী। বারবার ধর্ষণে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে সে। কিছুটা অসুস্থও হয়ে যায়। তারপরই খোঁজখবর নিয়ে ধর্ষণের কথা জানতে পারে কিশোরীর মা। এছাড়া এলাকার এক নাবালকও তাকে যৌন হেনস্তা করে বলেই অভিযোগ।