দ্বিতীয় প্রি-ওয়েডিং সারতে আপাতত ইতালিতে ব্যস্ত রয়েছেন অনন্ত-রাধিকা। এর মধ্যেই প্রকাশ্যে এল এই জুটির বিয়ের দিনক্ষণ। জানা গিয়েছে, জুলাই মাসে গাঁটছড়া বাঁধতে চলেছেন অনন্ত আম্বানি-রাধিকা মার্চেন্ট। বিদেশ বিভূঁইয়ে নয়। আরব সাগরের তিরে মায়ানগরীতেই বসছে তাঁদের বিয়ের আসর। প্রকাশ্যে এল বিয়ের দিনক্ষণ।
বৃহস্পতিবার আম্বানিদের তরফ থেকে রাধিকা এবং অনন্তের বিয়ের আমন্ত্রণপত্র সামনে আনা হয়। তা দেখে জানা যাচ্ছে, আগামী ১২ জুলাই অনন্ত-রাধিকার শুভ বিবাহ। আর বিয়ের আসর বসছে মুম্বইয়ে Jio World Convention Centre-এ। বিয়ের আসরে সকলকে ভারতীয় পোশাক পরে আসতে অনুরোধ করা হয়েছে।
অনন্ত-রাধিকার বিয়ের কার্ডে অভিনবত্বের পাশাপাশি রয়েছে ভারতীয় সংস্কৃতির ছোঁয়া। লাল রঙা কার্ডে সোনালি বর্ডার দিয়ে একাধিক দেবদেবীর ছবি আঁকা। কার্ডের শুরুতেই সংস্কৃত শ্লোক। আর বিয়ের কার্ডে পাত্র-পাত্রী নয় নয় তুলে ধরা হয়েছে রাম ও সীতার বিবাহের দৃশ্য।