অন্ধ্রের বিধানসভা নির্বাচনের (Andhra Pradesh assembly election) আগে মদ্যপায়ীদের নতুন 'অফার' দিলেন ওই রাজ্যের বিজেপি সভাপতি। তিনি জানালেন, যদি ১ কোটি বা তার বেশি ভোট পেয়ে বিজেপি সরকার গড়ে, তাহলে ৭০ টাকায় মদ দেওয়া হবে। হাতে আরও রাজস্ব থাকলে মদের দাম কমে হবে ৫০ টাকা।
Mamata Banerjee: রাজ্যের পড়ুয়াদের খোলা চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী, কী বার্তা মমতার?
বিজেপি নেতার অভিযোগ, ক্ষমতাসীন ওয়াইএসআর কংগ্রেস (YSR Congress) বেশি দামে নিম্মমানের মদ বিক্রি করছে।
অন্ধ্রপ্রদেশ বিজেপির সভাপতির নাম সোমু বীররাজু। তাঁর এই মন্তব্য হইচই পড়ে গিয়েছে।