উত্তরাখণ্ডের তরুণী অঙ্কিতা ভাণ্ডারি হত্যাকাণ্ডে (Ankita Bhandari Murder Case) চাঞ্চল্যকর তথ্য উঠে এল পুলিশের হাতে। ধৃতদের জেরা করে পুলিশ জানতে পেরেছে, বিজেপি নেতা বিনোদ আর্যের ছেলে পুলকিত আর্য সহ মোট তিন অভিযুক্ত অঙ্কিতাকে খুনের পর তার দেহ খালে ফেলে দেয়। তারপর সেখানে বসেই মদ্যপান করে।
পুলিশের ডিজিপি অশোক কুমার জানিয়েছেন, ওই রিসর্টের মালিক ছিল বিজেপি নেতার ছেলে পুলকিত আর্য। সেখানেই রিসেপশনিস্টের কাজ করতেন অঙ্কিতা। সেদিন রিসর্টে আসে পুলকিতের দুই বন্ধু সৌরভ ও অঙ্কিত। তাদের 'স্পেশাল সার্ভিস' দেওয়ার জন্য জোরাজুরি করে পুলকিত। গত ১৮ সেপ্টেম্বর রাত আটটা নাগাদ তরুণীকে নিয়ে হৃষিকেশের দিকে যায় তারা। রাতে সাড়ে ১০টা নাগাদ তারা ফেরে রিসর্টে ফিরে আসেন। রিসর্টের নিরাপত্তারক্ষী পুলিশকে জানিয়েছেন, ফেরার সময় ওই তরুণীকে তাদের সঙ্গে দেখা যায়নি।
আরও পড়ুন: শিশু পর্নোগ্রাফি রুখতে দেশের ৫৬টি এলাকায় হানা, 'অপারেশন মেঘচক্র' CBI-এর
পুলিশের অনুমান রিসর্ট মালিক আর্য কুপ্রস্তাব দেয় অঙ্কিতাকে। তার পরই কাঁদতে কাঁদতে ফোন করে এক সহকর্মীকে তা জানান অঙ্কিতা। এরপরই খুন করা হয় অঙ্কিতাকে। এরপর একটি খালের ধারে নিয়ে গিয়ে তাকে প্রথমে মারধর করা হয়। তারপর খালের জলে ছুড়ে ফেলে দেয় তিন অভিযুক্ত।