মাঝ আকাশে ফের পুরুষ সহযাত্রীর অভব্যতার শিকার হলেন মহিলা। ফের এয়ার ইন্ডিয়ার (Air India) বিমানেই ঘটনাটি ঘটেছে। এবার মত্ত অবস্থায় পুরুষ যাত্রী প্রস্রাব (Peeing) করেন মহিলা সহযাত্রীর কম্বলের (Blanket) উপর।
দিন কয়েক আগেই একই ধরনের ঘটনা ঘটে নিউ ইয়র্ক থেকে দিল্লি আসা এয়ার ইন্ডিয়ার বিমানে। এই নিয়ে বৃহস্পতিবারই এয়ার ইন্ডিয়াকে বিবৃতি দিয়ে তিরস্কার করেছে ডিজিসিএ (DGCA)। এর মধ্যেই দ্বিতীয় ঘটনা প্রকাশ্যে। দিল্লির আইজিআই বিমানবন্দরের পক্ষ থেকে জানানো হয়েছে, গত ৬ ডিসেম্বর, প্যারিস থেকে দিল্লিগামী (Paris-Delhi) এয়ার ইন্ডিয়ার বিমানে এই ঘটনা ঘটেছে।
আরও পড়ুন: 'অপেশাদারের মতো আচরণ', বিমানে মহিলা যাত্রীর গায়ে প্রস্রাব কাণ্ডে তিরস্কার ডিজিসিএ-র
প্রত্যক্ষদর্শীরা জানান, বিমানের ভিতর মত্ত অবস্থায় এক যুবক হাঁটছিলেন। যাত্রীদের নির্ধারিত নিয়ম মানছিলেন না। হঠাৎ এক মহিলা সহযাত্রীর আসনের সামনে এসে অবলীলায় প্রস্রাব করেন ওই ব্যক্তি।
মহিলা যাত্রীর অভিযোগের ভিত্তিতে দিল্লিতে বিমান নামার পরই আটক করা হয় ওই মদ্যপকে। শেষে লিখিতভাবে ক্ষমা চাওয়ায় ছেড়ে দেওয়া হয় তাঁকে। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, মহিলা আইনি পদক্ষেপ না নেওয়ায় গ্রেফতার করা হয়নি।