২ জুন, শুক্রবারের ওই অভিশপ্ত রাত এখনও কেউ ভুলতে পারেননি । এবার আরও একটি ট্রেন দুর্ঘটনার কবলে । ঘটনাস্থল সেই ওড়িশা । জানা গিয়েছে, ওড়িশার বারগড় জেলার মেধাপালির কাছে মালগাড়ির পাঁচটি কামরা বেলাইন হয়েছে । ঘটনায় কোনও হতাহতের খবর নেই ।
জানা গিয়েছে, চুনাপাথর ভর্তি ওই মালগাড়ি ন্যারোগেজ লাইন দিয়ে খনি এলাকা থেকে সিমেন্ট কারখানা পর্যন্ত ব্যক্তিগতভাবে পরিচালিত হয় । ভারতীয় রেলের অন্তর্গত নয় । এমনই জানিয়েছে ইস্ট কোস্ট রেলওয়ে । কী কারণে বেলাইন হল মালগাড়ি, তা এখনও জানা যায়নি। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ।
শুক্রবার সন্ধেবেলায় ৭ টা নাগাদ বেলাইন হয় করমণ্ডল এক্সপ্রেস । এছাড়াও দুর্ঘটনাগ্রস্থ হয় মালগাড়ি ও বেঙ্গালুরু-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেসও । দুর্ঘটনায় প্রায় ২৭০ জনের বেশি প্রাণ গিয়েছে ।