গরুপাচার মামলায় দিল্লি যাওয়া আটকাতে এবার দিল্লি হাইকোর্টের দারস্থ অনুব্রত মন্ডল। ইডির আবেদনের বিরুদ্ধে আদালতে আপিল করেছেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি। তাঁর হয়ে মামলা লড়ছেন আইনজীবী কপিল সিব্বল।
জানা গিয়েছে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আবেদনের বিরোধিতা করে মঙ্গলবার দিল্লি আদালতে অনুব্রতর পক্ষে সওয়াল করেন কপিল সিব্বল। তাঁর কথায়, পশ্চিমবঙ্গে এই মামলায় অধিকাংশ অভিযোগ উঠেছে। তাহলে কেন তৃণমূল নেতাকে দিল্লি নিয়ে যাওয়ার কথা উঠছে, তা জানতে চান সিব্বল। তার বদলে বাংলাতেই অনুব্রতকে জেরার আবেদন করতে অনুরোধ করেন সিব্বল। অনুব্রতর আইনজীবীর এই যুক্তির বিরোধিতা করে গরু পাচার মামলায় ধৃত সায়গল হোসেনের প্রসঙ্গ তুলে ধরে ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে বলা হয়, এই তৃণমূল নেতার দেহরক্ষীকেও দিল্লিতে নিয়ে আসা হয়েছে। আদালত আগামী শুক্রবার এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছে। ফলে অনুব্রতকে আপাতত দিল্লি নিয়ে যেতে পারছে না ইডি।
আরও পড়ুন- CV Ananda Bose: কলকাতায় পা দিলেন নতুন রাজ্যপাল, উত্তরীয় পরিয়ে স্বাগত জানালেন ফিরহাদ হাকিম
গরুপাচার মামলায় গত বৃহস্পতিবার অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করে ইডি। সকালেই আসানসোল সংশোধনাগারে গিয়ে তৃণমূল নেতাকে জেরা করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। টানা পাঁচ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর অবশেষে অনুব্রতকে গ্রেফতার করে ইডি।