গ্যাজেটপ্রীতি অনেকেরই থাকে। ভাল আইফোন সংগ্রহে রাখতেও অনেকেই চান, কিন্তু আকাশ ছোঁয়া দামের জন্য সেটা হয়ে ওঠে না অধিকাংশ সময়ে। অথচ ভাল ডিল জানা থাকলে দেখবেন, সাধ্যের মধ্যেই কিনতে পারবেন আইফোন ১৪।
অ্যামাজনের ডিল
অ্যামাজনে ১২,৪৯১ টাকা ডিসকাউন্টের পর আইফোন ১৪ পেয়ে যাচ্ছেন ৬৭,৪০৯৯ টাকায়। ক্রেডিট কার্ড, ক্যাশব্যাক যাবতীয় অফারের পর ফোনটি পাবেন মাত্র ৩৫,৯৯৯ টাকায়।
ফ্লিপকার্টের ডিল
ফ্লিপকার্টে ৬৯,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে ফোনটি। এ ছাড়া এইচডিএফসি ব্যাঙ্কের অতিরিক্ত ক্যাশব্যাক এবং এক্সচেঞ্জ অফারের পর দাম পড়বে ৩০,৯৯৯ টাকা।