একসময়ে সাইকেলও চালাতে পারতেন না। এখন পুণে জেলার সাম্বড় থেকে নিরা পর্যন্ত দীর্ঘ ৩৫ কিলোমিটার বাস চালিয়ে যান মহারাষ্ট্র রাজ্য সড়ক পরিবহণের প্রথম মহিলা বাস চালক ৩০ বছর বয়সি অর্চনা আটরাম। ইতিমধ্যেই চিরাচরিত প্রথা থেকে বেরিয়ে এই পেশায় আসার জন্য তাঁকে অভিনন্দন জানিয়েছেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীস।
২০১৯ সালে বাস চালানোর জন্য ১০০ জন মহিলাকে বাছাই করেছিল এমএসআরটিসি। কিন্তু অতিমারির কারণে তাঁদের প্রশিক্ষণ পিছিয়ে যায়। শেষ পর্যন্ত পুণেতে ১৮ জন মহিলার প্রশিক্ষণ হয়। ইতিমধ্যেই ৬ জন মহিলা কাজে যোগ দিয়েছেন। তাঁদের মধ্যে অর্চনাই প্রথম যিনি বাস চালানো শুরু করেছেন।
আরও পড়ুন - হাইওয়ে থেকে সোজা ধাবার ভিতরে ঢুকল ট্রাক, পিষে দিল অনেককে, মৃত ১০