আবগারি দুর্নীতি মামলায় তাঁকে বেশিদিন জেলের মধ্যে রাখতে পারেনি ইডি। এবার তাঁকে আটকাতে পারল না দেশের আর এক কেন্দ্রীয় এজেন্সি সিবিআই। আজ, শুক্রবার সুপ্রিম কোর্টের নির্দেশে ব্যক্তিগত ১০ লক্ষ টাকার বন্ডে এই মামলায় থেকে জামিন পেলেন দিল্লির মুখ্যমন্ত্রী ও আপ নেতা অরবিন্দ কেজরিওয়াল। এদিন শীর্ষ আদালতে দুই বিচারপতির বেঞ্চ এই মামলায় কেজরির জামিন মঞ্জুর করেছে।
আবগারি দুর্নীতি মামলায় সিবিআইয়ের গ্রেফতারিকে চ্যালেঞ্জ করে প্রথমে দিল্লি হাইকোর্টে গিয়েছিলেন কেজরিওয়াল। পরে যান সুপ্রিম কোর্টে। গত পাঁচ সেপ্টেম্বর সেই মামলার রায় স্থগিত রাখা হয়েছিল। এদিন দিল্লির মুখ্যমন্ত্রীর জামিন মঞ্জুর করে বিচারপতি উজ্জ্বল ভুঁইয়া জানিয়েছেন, ইডির মামলায় কেজরীওয়াল যাতে জামিনে মুক্তি না পেয়ে যান, সেই কারণেই সম্ভবত সিবিআইও তাঁকে গ্রেফতার করেছিল।
ঠিক ছ মাস পর জেলমুক্তি হচ্ছে অরবিন্দ কেজরিওয়ালে। এই বছরের ২১ মার্চ আবগারি দুর্নীতি মামলায় তাঁকে গ্রেফতার করা হয়েছিল। প্রথমে তাঁকে গ্রেফতার করেছিল ইডি। পরে একই মামলায় তাঁকে গ্রেফতার করে সিবিআই। দুই কেন্দ্রীয় এজেন্সির হাতে গ্রেফতার হলেও, মুখ্যমন্ত্রীর পদে ইস্তফা দেননি কেজরি। ফলে তিনি দেশের প্রথম মুখ্যমন্ত্রী, যিনি গ্রেফতারের পরেও কাজ চালিয়ে গিয়েছেন। এই বছর লোকসভা ভোটের আগে প্যারোলে মুক্তি পেয়েছিলেন আপ নেতা। প্রচার করেছিলেন লোকসভা ভোটের। পরে ফের আদালতে আত্মসমর্পণ করেছিলেন।
কেজরির জামিনের সিদ্ধান্তকে ন্যায়ের জয় বলেই দাবি করেছেন আপ নেতা মণীশ সিসোদিয়া। হরিয়ানা ভোটের আগে কেজরির জামিন আপের আত্মবিশ্বাসকে আরও দ্বিগুণ করল বলেই দাবি রাজনৈতিক মহলের। দিল্লির মুখ্যমন্ত্রীর জামিন পাওয়ার ঘটনাকে স্বাগত জানিয়েছেন ইন্ডিয়া জোটের নেতারা।
তবে এবারও বেশ কিছু শর্ত দেওয়া হয়েছে কেজরিওয়ালকে। সুপ্রিম নির্দেশ জেলমুক্তির পর আপাতত তিনি কোনও ফাইলে সই করতে পারবেন না। নিজের দফতরেও যেতে পারবেন না। এ ছাড়া, প্রকাশ্যে এই সংক্রান্ত কোনও মন্তব্য করতে পারবেন না দিল্লির মুখ্যমন্ত্রী।