আসন্ন লোকসভা নির্বাচনের আগে কংগ্রেসকে দূরে রেখে বিজেপি বিরোধী তৃতীয় ফ্রন্ট গড়তে মরিয়া আপ প্রধান অরবিন্দ কেজরীওয়ালের পরিকল্পনা ভেস্তে গিয়েছিল আগেই। তাঁর নৈশভোজের আমন্ত্রণে সাড়া দেননি সাত বিরোধী রাজ্যের মুখ্যমন্ত্রী। এবার কেজরিওয়াল জানালেন, যে জি-৮ প্ল্যাটফর্মের কথা তিনি বলেছিলেন, তার লক্ষ্য ২০২৪ সালের লোকসভা নির্বাচন নয়। গত ১৮ মার্চ কংগ্রেস বাদে বিজেপি বিরোধী সাত রাজ্যের শাসকদের কেজরিওয়াল আমন্ত্রণ জানানোর পরই যে জল্পনা শুরু হয়েছিল, তাতেই কার্যত জল ঢেলে দিলেন দিল্লির মুখ্যমন্ত্রী।
কেজরিওয়াল সহ মোট ৮ জন মুখ্যমন্ত্রীকে নিয়ে যে নৈশভোজের পরিকল্পনা হয়েছিল, যাকে কেজরিওয়ালের পক্ষ থেকে বলা হয়েছিল 'দেশের প্রগতিশীল মুখ্যমন্ত্রীদের নৈশভোজ' তার পোশাকি নাম দেওয়া হয়েছিল- 'জি-৮'।
তবে, তাঁদের রাজ্যের বিধানসভায় জরুরি সেশন চলার কারণে কোনও মুখ্যমন্ত্রী যোগ দিতে পারেননি তাতে। দিল্লিতে বাজেট পরবর্তী সাংবাদিক সম্মেলনে এসে কেজরিওয়াল বলেন, "এটা কোনও রাজনৈতিক মঞ্চ নয়। কেবলমাত্র শাসকদের নিয়ে গড়া মঞ্চ। ২০২৪ এর লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখে এই নৈশভোজের পরিকল্পনা করা হয়েছে বলে যে কথা চলছে, তা ভুল। শাসকদের নিয়ে গড়া এই ফ্রন্টের মূল লক্ষ্য হল, নিজেদের রাজ্যের অগ্রগতির জন্য যে সব পরিকল্পনা নিয়েছেন এই মুখ্যমন্ত্রীরা, তা একে অপরের সঙ্গে শেয়ার করা। যাতে প্রত্যেকেই উপকৃত হয়"।
যদিও ওয়কিবহালমহলের মতে, ২০২৪-এর সাধারণ নির্বাচনের আগে সকল ‘প্রগতিশীল মুখ্যমন্ত্রীদের’ ঐক্যবদ্ধ করে রণকৌশল তৈরি করা এবং ভোটের হিসাব কষে নেওয়াই ছিল কেজরিওয়ালের মূল লক্ষ্য। কেজরীওয়ালের সেই পরিকল্পনা ভেস্তে যাওয়ায় তাঁর গলায় এখন অন্য সুর।