আরও ৭ দিনের জামিনের আবেদন খারিজ সুপ্রিম কোর্টের। ১লা জুনই শেষ হয়ে গেল দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের জামিনের মেয়াদ। এর ভিত্তিতে, রবিবার ২রা জুন আত্মসমর্পণ করে জেলে ফিরে যাওয়ার কথা আপ প্রধানের।
কেজরির ৭ কেজি ওজন কমেছে গত কয়েকদিনে। আপ প্রধান দাবি করেছিলেন, গুরুতর অসুস্থ তিনি। যদিও রাউস এভিনিউ আদালতে ইডির আইনজীবী কেজরির এই দাবি অস্বীকার করেন। বেশ কিছু মেডিক্যাল পরীক্ষা করার জন্য জামিনের মেয়াদের বাড়ানোর আবেদন করেছিলেন কেজরি। শীর্ষ আদালতের পর নিম্ন আদালতেও কেজরির জামিনের মেয়াদ বৃদ্ধির খারিজ হয়ে যায়।
Loksabha Election 2024: দক্ষিণেশ্বরে লকেট , দক্ষিণে রচনা! ভোট দিলেন হুগলির দুই প্রার্থী
উল্লেখ্য ,কেজরির শারীরিক অসুস্থতার খবর শুনে আপ প্রধানের বাড়িতে অ্যাম্বুল্যান্স পাঠান বর্ষীয়ান বিজেপি নেতা বিজয় গোয়েল। বিজেপি নেতা দাবি করেন, ”ওঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হবে। সমস্ত মেডিক্যাল টেস্ট দুঘণ্টাতেই হয়ে যাবে।” তবে পুলিশের হস্তক্ষেপে ওই অ্যাম্বুল্যান্স আর মুখ্যমন্ত্রীর বাসভবন অবধি যেতে দেওয়া হয়নি।