অসমের কাছার জেলার রাধামাধব নিম্ন প্রাথমিক বিদ্যালয়ে ধুন্ধুমার। ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক ধৃতিমেধা দাস। এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে বছর ৩৮ এর এই ব্যক্তি। গত ১১ বছর ধরেই অসমের এই স্কুলে শিক্ষকতা করছেন ধৃতিমেধা বাবু। অভিযোগ ধারাল অস্ত্র নিয়ে স্কুলে চলে এসেছিলেন ওই শিক্ষক। তাঁর ওই রূপ দেখে আতঙ্কে কাঁটা হয়ে যান স্কুলের অন্যান্য শিক্ষক সহ খুদে পড়ুয়ারা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই ভয়ঙ্কর ছবি। পরে পুলিশ পৌঁছয় ঘটনাস্থলে, বাজেয়াপ্ত করা হয় ধারাল অস্ত্রটি, সাসপেন্ড করা হয় ওই শিক্ষককেও।
গত ১১ বছর ধরেই ওই স্কুলে শিক্ষকতা করছেন ধৃতিমেধা, আগে কখনও তিনি এমন কোনও কাজ করেননি। তবে হঠাৎ কেন সেদিন এই কাণ্ড ঘটালেন তিনি, আপাতত এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে অভিভাবকদের মাথায়।
এই প্রসঙ্গে কাছাড় জেলার স্কুল পরিদর্শক পারভেজ নিহাল হাজারি সম্ভাব্য কারণের কথা জানিয়েছেন, তার মতে ধৃতিমেধা বাবু খুবই রাশভারী এবং রাগী স্বভাবের মানুষ। গত কয়েকদিন ধরে নাকি স্কুলের অন্যান্য শিক্ষকরা কাজে গাফিলতি করছেন, তাদের শাস্তি দিতেই এই কাণ্ড ঘটিয়েছেন বলে অনুমান। যদিও প্রধান শিক্ষক এই বিষয়ে কার্যত মুখে কুলুপ এঁটেছেন।