ব্যবধান মাত্র কয়েক ঘণ্টা। ফের খবরের শিরোনামে অসমের নগাঁও। প্রথমে সালিশি সভায় এক যুবককে জ্য়ান্ত পোড়ার ঘটনার পর এবার ওই জেলায় গ্রেফতার এক যুবক ও এক যুবতী। তাঁদের বিরুদ্ধে অভিযোগ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করে মূল্যবৃদ্ধির অভিনব ভাবে প্রতিবাদ করার। কালী বিতর্কে উত্তাল দেশ। তার মধ্য়েই শিব সেজে বাইক চালিয়ে অসম পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন বিরিঞ্চি বোরা নামের ওই ব্য়ক্তি। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে তাঁর সঙ্গী করিশ্মাকেও।
রবিবার সকালে নগাঁওয়ের রাস্তায় শিব সেজে বাইক চালাতে দেখা যায় বিরি়ঞ্চিকে। বাইকের পিছনে দুর্গা সেজে ছিলেন করিশ্মা। তাঁদের দাবি, মূল্যবৃদ্ধির বিরুদ্ধে একটা পথনাটিকা করছিলেন। স্থানীয় কলেজচক এলাকা থেকে তাঁদের গ্রেফতার করে পুলিশ। অসম পুলিশের দাবি, জ্বালানির দাম বৃদ্ধি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কটুক্তি করেন বিরিঞ্চি। কটুক্তির কথা স্বীকার না করলেও, বিরিঞ্চি জানিয়েছেন, দেশের কথা ভাবেন না প্রধানমন্ত্রী।
আরও পড়ুন : অসমের নগাঁওতে সালিশি সভায় অভিযুক্ত যুবককে জ্য়ান্ত পুড়িয়ে, মাটিতে পুঁতে দেওয়ার অভিযোগ
ঘটনার তীব্র নিন্দা করেছে বজরং দল ও বিশ্ব হিন্দু পরিষদ। শিব-পার্বতী সেজে প্রতিবাদ প্রদর্শনে হিন্দু সনাতন ধর্মের ভাবাবেগে আঘাত হানা হয়েছে বলে অভিযোগ করেছে তারা।