বুধবার সকালেই মণিপুরে মর্মান্তিক ঘটনা। নিজের ৬ সহকর্মীকে গুলি করে নিজে আত্মঘাতী হলেন আসাম রাইফেলসের এক জওয়ান।
মৃত জওয়ানের গুলিতে জখম ৬ জনকে চূড়াচাঁদপুর হাসপাতালে ভর্তি করা হয়েছ। তাঁরা কেউ মেইতেই সম্প্রদায়ভুক্ত নন, এমন কী মণিপুরের বাসিন্দা নন বলে জানা গিয়েছে। যিনি গুলি চালিয়েছিলেন, আত্মঘাতী সেই জওয়ান কুকি সম্প্রদায়ের, চূড়াচাঁদপুরেরই বাসিন্দা। সম্প্রতি ডিউটিতে যোগ দিয়েছিলেন। নিজে আত্মঘাতী হওয়ার আগে হাতে থাকা স্বয়ংক্রিয় রাইফেল থেকে সহকর্মীদের লক্ষ্য করে গুলি চালান অসম রাইফেলস-এর ওই জওয়ান।
Oscar: অস্কারের মনোনয়নে জয়জয়কার ওপেনহাইমার-এর, ঠাঁই হল না 'টুয়েলভথ্ ফেল'-সহ কোনও ভারতীয় ছবির
কী কারনে এমন পরিণতি হল, খতিয়ে দেখছে মণিপুর পুলিশ