মণিপুর সামলাতে ব্যর্থ কেন্দ্র। এই অভিযোগ করে সংসদে সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছে বিরোধীরা। মঙ্গলবার থেকে তার উপর আলোচনা শুরু হয়েছে লোকসভায়। কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী এদিন বক্তব্য রাখা কথা ছিল। তিনি রাখেননি। তবে শোনা যাচ্ছে ১০ তারিখ প্রধানমন্ত্রীর জরুরি ভাষণের দিন মণিপুর নিয়ে নিজের বক্তব্য জানাবেন ওয়াইনাডের সাংসদ।
এই পরিস্থিতিতে মঙ্গলবার এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ করা হল ইম্ফলে। রাজ্যের নিরাপত্তার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হল অসম রাইফেলসকে। কুকিদের পাশে দাঁড়িয়ে মেইতদের উপর অত্যাচারের অভিযোগ করা হয়েছে অসম রাইফেলসের কর্মীদের বিরুদ্ধে। এমনকীা, তাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে মণিপুর পুলিশের পক্ষ থেকেও।
হিংসা কবলিত মণিপুরে সাম্প্রতিক অতীতে একাধিকবার অসম রাইফেলসের বিরুদ্ধে নৃশংস আচরণ করার অভিযোগে প্রতিবাদ বিক্ষোভ হয়েছে। বিষ্ণুপুর এবং চূড়াচাঁদপুর জেলায় এই বাহিনীর বিরুদ্ধে মিছিলও হয়েছে।