শীতকাল মানেই পর্যটনের মরশুম। চলতি শীতের মরশুমে অসমের কাজিরাঙা অভয়ারণ্যে ছিল পর্যটকদের ঢল। ন্যাশনাল পার্ক কর্তৃপক্ষ জানিয়েছে, এবার তাঁদের অভয়ারণ্যে সর্বকালীন রেকর্ড হয়েছে। এই মরশুমে ১ লক্ষ ৮০ হাজার পর্যটক কাজিরাঙা এসেছেন।
কাজিরাঙা জাতীয় উদ্যান ও অভয়ারণ্যের ডিরেক্টর সোনালি ঘোষ বলেন, "এবার ১৫ অক্টোবর থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছিল। অক্টোবরেই পর্যটকের সংখ্যা ছিল ১৭,৬৬২। নভেম্বরে ৪০,২৪২ পর্যটক কাজিরাঙায় আসেন। ডিসেম্বরে সংখ্যাটা দাঁড়ায় ৬৫ হাজার। এই বছর জানুয়ারিতে ৫২ হাজার পর্যটক আসেন।" জাতীয় উদ্যান কর্তৃপক্ষের দাবি, এই মরশুমে তাঁদের মুনাফার পরিমাণ প্রায় ৪ কোটি ৫৮ লক্ষ টাকা।
ফিরছেন পর্যটকরা
কোভিডের দুই বছর পর্যটন অনেকটাই ধাক্কা খেয়েছিল। এই মরশুম থেকে ফের নতুন করে আসতে শুরু করেছেন। যার ফলে লাভের মুখ দেখছেন স্থানীয় ব্যবসায়ীরাও। পাশাপাশি এবার রিভার টুরিজ্যমও অনেকটা বেড়েছে বলে দাবি ন্যাশনাল ফরেস্টের ডিরেক্টর সোনালি ঘোষের। পরিবারের সঙ্গে হোক বা সোলো টুরিজ্যম। অ্যাডভেঞ্চার প্রিয় পর্যটকদের জন্য কাজিরাঙা ন্যাশনাল ফরেস্ট পর্যটকদের প্রথম পছন্দ। কোভিড কালের পর ফের নতুন করে পর্যটকরা পাড়ি দিচ্ছেন অসমের কাজিরাঙায়।