Assembly Election Results 2022: পাঁচ রাজ্য়ের গণনা চলছে, প্রাথমিক ট্রেন্ডে এগিয়ে বিজেপি

Updated : Mar 10, 2022 08:13
|
Editorji News Desk

আজ পাঁচ রাজ্যের গণনা। কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে বিভিন্ন গণনাকেন্দ্র। পাঞ্জাব(Punjab), উত্তরপ্রদেশ(Uttar Pradesh), গোয়া(Goa), উত্তরাখণ্ড(Uttarakhand), মণিপুর(Manipur) এই ৫ রাজ্যে কুর্সির দখল কার হাতে থাকবে, নির্ধারিত হবে আজ।

২০১৭ সালের ফলাফল অনুযায়ী উত্তরপ্রদেশের ৪০৩টি বিধানসভা আসনের মধ্যে বিজেপি(BJP) জোট দখল করে ৩২৫টি আসন, যার মধ্যে বিজেপি একাই পেয়েছিল ৩১২টি আসন। জোট গড়ে সমাজবাদী পার্টি(Samajwadi Party) এবং কংগ্রেস(Conngress) পায় যথাক্রমে ৪৭ এবং ৭টি আসন। অন্যদিকে, ১৯টি আসনে জয় পায় মায়াবতীর বিএসপি(BSP)। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে অখিলেশের হয়ে প্রচারে গিয়েছেন। ফলে সেখানে এবার কী ফল হয়, সেদিকে লক্ষ্য থাকবে রাজনৈতিক বিশেষজ্ঞদের।

আরও পড়ুন- Mamata Banerjee: নন্দীগ্রামে তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছিল! বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর

পাঞ্জাবে ২০১৭ সালের বিধানসভা ভোটেও ক্ষমতা থাকে কংগ্রেসের হাতে। ক্যাপ্টেন অমরিন্দর সিংয়ের নেতৃত্বাধীন কংগ্রেস(Congress) পেয়েছিল ৭৭টি আসন। শিরোমণি অকালি দল এবং বিজেপি জোট পায় ১৮টি আসন। আপের হাতে যায় ২০টি আসন।

গোয়াতে(Goa) কংগ্রেসের চেয়ে কম আসন জিতেও ২০১৭-তে সরকার গড়েছিল বিজেপি(BJP)। কংগ্রেস ১৭ এবং বিজেপি ১৩টি আসনে জয় পায়। তবে এবার ৪০ আসনের গোয়া হতে পারে ত্রিশঙ্কু, এমনটাই ইঙ্গিত মিলেছে বেশকিছু জনমত সমীক্ষায়। সে ক্ষেত্রে নির্ণায়ক হতে পারে তৃণমূল(TMC)-মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টির(MGP) ভূমিকা। রাজ্যের বাইরে এই প্রথম গোয়াতে কেমন ফল করে তৃণমূল(TMC), সেদিকে নজর থাকবে সকলের।

আরও পড়ুন- BJP: বিধানসভায় বিক্ষোভের জের, দুই বিজেপি বিধায়ক সাসপেন্ড, ফের তুমুল বিক্ষোভ বিজেপির

অন্যদিকে, উত্তরাখন্ড বিধানসভায় ২০১৭ সালে বিজেপি(BJP) ৫৭টি আসন জিতে সরকার গঠন করে। কংগ্রেস(Congress) ১১ এবং অন্যান্যরা পায় ২টি আসন। তবে এবারের ভোটে সেখানে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে বলে ইঙ্গিত মিলেছে।

গোয়ার মতো মণিপুরেও(Manipur) কংগ্রেসের চেয়ে কম আসন পেয়েও সরকার গঠন করে বিজেপি(BJP)। ২০১৭ সালে ৬০ আসনের মণিপুরে কংগ্রেস(Congress) পায় ২৮টি আসন। বিজেপির হাতে যায় ২১টি আসন। বাকিরা জয় পায় ১১টিতে। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা না পেলেও এবারও সেখানে এগিয়ে রয়েছে বিজেপি, এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

TMCCongressBJPAssembly Elections 2022uttar pradesh election

Recommended For You

editorji | ভারত

Mumbai News : বাঁক খেতে গিয়ে ফেরিতে ধাক্কা, মুম্বইয়ে ভাইরাল নৌ-সেনার স্পিড বোটের ভিডিও

editorji | ভারত

Mamata Banerjee : আম্বেদকর নিয়ে শাহের ফ্যাশন মন্তব্য, তীব্র কটাক্ষ তৃণমূল নেত্রীর, পাল্টা জবাব মোদীর

editorji | ভারত

One Nation One Vote : কেমন হবে ভোট দানের চরিত্র, সিদ্ধান্ত এবার JPC-র কোর্টে

editorji | ভারত

ABHA Card: স্বাস্থ্য পরিষেবা নিয়ে এবার বিশেষ অ্যাকাউন্ট, লিঙ্ক করতে হবে আধার

editorji | ভারত

Fake International Call: আন্তর্জাতিক নম্বর থেকে ভুয়ো কল! হোয়াটসঅ্যাপে স্প্যাম থেকে বাঁচতে কী করবেন