গত কয়েক বছরে বাংলার শাসক দলের রাজনৈতিক নেতাদের সম্পত্তি বেড়েছে। এই নিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। এবার বিরোধী দলের জাতীয় থেকে রাজ্যস্তরে নেতাদের সম্পত্তি খতিয়ে দেখার আবেদন জানিয়ে দায়ের হল আরেকটি জনস্বার্থ মামলা।
এই মামলায় বাদ যায়নি বাম-বিজেপি-কংগ্রেস কেউই। একনজরে দেখে নেওয়া যাক, কোন দলের কোন নেতার কত সম্পত্তি।
জেপি নাড্ডা
২০১৯ সালে রাজ্যসভার ভোটে মনোনয়ন পেশ করার সময় হলফনামায় নিজের সম্পত্তি পরিমাণ জানিয়েছিলেন জেপি নাড্ডা। দেখা গিয়েছিল, বিজেপি সর্বভারতীয় সভাপতির ঘোষিত সম্পত্তির পরিমাণ তিন কোটি ৪৯ লক্ষ ৮৮ হাজার ৫০২ টাকা।
রাজনাথ সিং
২০১৯ সালে লোকসভা নির্বাচনের আগে কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং যে মনোনয়ন পেশ করেছিলেন, তাতে দেখা গিয়েছিল তাঁর মোট সম্পত্তির পরিমাণ পাঁচ কোটি ১৪ লক্ষ ৯২ হাজার ৭০৯ টাকা।
স্মৃতি ইরানি
২০১৯ সালের লোকসভা নির্বাচনে প্রার্থী হয়ে মনোনয়ন পেশ করেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। তাতে দেখা গিয়েছিল, তাঁর মোট সম্পত্তির পরিমাণ আট কোটি ৮৩ লক্ষ ৯২ হাজার ৪৪২ টাকা।
রূপা গঙ্গোপাধ্যায়
২০১৬ সালে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে প্রার্থী হয়েছিলেন রূপা গঙ্গোপাধ্যায়। সে সময় যে হলমনামা পেশ করেছিলেন তিনি, তাতে দেখা গিয়েছিল, তাঁর মোট সম্পত্তির পরিমাণ তিন কোটি ২২ লক্ষ ৭৬ হাজার ৩৫৫ টাকা।
শুভেন্দু অধিকারী
২০২১ সালে বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে প্রার্থী হয়েছিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সে সময় তাঁর পেশ করা হলফনামায় দেখা গিয়েছে, সম্পত্তির পরিমাণ এক কোটি পাঁচ লক্ষ ৫২ হাজার ৭৪৯ টাকা।
মহম্মদ সেলিম
প্রাক্তন সাংসদ তথা সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের মোট সম্পত্তির পরিমাণ ৮৭ লক্ষ ৫৫ হাজার ৩৩৭ টাকা।