ওড়িশার (Odisha) কেওনঝড়ে শিক্ষামূলক ভ্রমণে গিয়ে দুর্ঘটনার কবলে আশুতোষ কলেজের (Asutosh College) এমএসসি দ্বিতীয় বর্ষের পরিবেশ বিজ্ঞান বিভাগের পড়ুয়ারা। পুন্ডুল জলপ্রপাতে পড়ে নিখোঁজ হয়ে গিয়েছেন এক ছাত্র। তাঁর খোঁজে ইতিমধ্যেই ডুবুরি দিয়ে তল্লাশি শুরু করা হয়েছে। আর এক ছাত্র মাথায় চোট পেয়েছেন। ভিনরাজ্যে এহেন বিপত্তির জেরে উৎকণ্ঠায় পড়ুয়াদের পরিবারের।
জানা গিয়েছে, এমএসসি দ্বিতীয় বর্ষের ছাত্ররা শিক্ষামূলক ভ্রমণে গিয়েছিলেন। পুন্ডুল জলপ্রপাতে যেতেই বাধে বিপত্তি। আচমকাই জলপ্রপাতে পড়ে যান এক ছাত্র। তাঁকে উদ্ধার করা হয়। মাথা ফেটে গিয়েছে তাঁর। এরপরেই তারাশংকর সরকার নামের আরও এক ছাত্র জলে পড়ে যান।
আরও পড়ুন - ডিসেম্বরে প্রায় ১৮দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, কোন কোন দিন কোথায় বন্ধ, জানুন
ওই ছাত্রকে উদ্ধার করতে ইতিমধ্যেই ওড়িশা পুলিশের তরফে উদ্ধারকারী দল ও ডুবুরি নামানো হয়েছে। বেশ কিছুক্ষণ ধরে চলছে উদ্ধারকাজ। তবে, প্রতিবেদন লেখা পর্যন্ত ওই ছাত্রের কোনও খোঁজ পাওয়া যায়নি।