গত কয়েকদিন ধরেই টানা বৃষ্টি চলছিল। এবার তার সঙ্গে যোগ দিল বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার ঘটনা। উত্তরাখণ্ডের চামোলিতে বুধবার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কমপক্ষে ১০ জনের মৃত্যু হয়েছে। এমনটাই দাবি করেছে সংবাদসংস্থা এএনআই। অলকানন্দা নদীতে নমামী গঙ্গা প্রকল্পের কাজ চলছিল। সেইসময় এই ঘটনা ঘটে। মৃত্যের সংখ্যা বাড়তে পারে বলেও আশঙ্কা।
এদিকে প্রশাসনের একটি সূত্রে দাবি, ট্রান্সফরম্যার ফেটেই মানুষের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে পুলিশ কর্মীও আছেন। চামোলির পুলিশ সুপার পারমিন্দার ডোভালও এই কথা স্বীকার করেছেন।
আরও পড়ুন : বাসে হাইপ্রোফাইল আসামী, রাজস্থানের ভরতপুরে গুলির লড়াই, তারপর...
আহতদের জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, অনেকের অবস্থাই আশঙ্কা জনক।