শনিবার ভোরে মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী থাকল মহারাষ্ট্রের নাসিক। ট্রাক ও স্লিপার কোচ বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মৃত্যু হয় ১১ জনের। অগ্নিদগ্ধ আরও ৩৮ জনের অবস্থা আশঙ্কাজনক। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা রয়েছে।
পুলিশ সূত্রে খবর, শনিবার ভোরে নাসিকের ঔরঙ্গাবাদে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনার সঙ্গে সঙ্গেই বাসে আগুন ধরে যায়। ফলে যাত্রীরা পালাবার সুযোগ পর্যন্ত পাননি। জীবন্ত দগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান ১১ জন। বাকি ৩৮ জনকে কোনওক্রমে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। তবে তাঁদের অবস্থাও যথেষ্ট আশঙ্কাজনক।
আরও পড়ুন- Nadia Jawan Death News: ঝাঁসির সেনা ছাউনিতে বিস্ফোরণ, মৃত নদিয়ার জওয়ান, গ্রামে নেমেছে শোকের ছায়া
দুর্ঘটনার সঙ্গে সঙ্গেই স্থানীয়রা ছুটে এসে উদ্ধারকাজে হাত লাগান। খবর দেওয়া হয় পুলিশ ও দমকলে। দমকলের প্রায় ঘন্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এরপর জানালা ভেঙে উদ্ধার করা হয় যাত্রীদের।