বছরের শুরুতেই বাস দুর্ঘটনার বলি কমপক্ষে ১২ জন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। বুধবার অসমের গোলাঘাট জেলার বালিজানে বাস ও ট্রাকের সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটেছে। এদিন ভোর পাঁচটা নাগাদ এই দুর্ঘটনা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। ঘটনায় জখম আরও ২৫ জন।
পুলিশ জানিয়েছে, তেলিয়ামুন্ডি যাচ্ছিল বাসটি। তবে কী ভাবে এই দুর্ঘটনা ঘটে তা এখনও স্পষ্ট নয়। আহতদের জোড়হাট হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে রয়েছেন অসম পুলিশের পদস্থ আধিকারিকরা। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, কুয়াশার জেরে এই ঘটনা ঘটতে পারে।
দুর্ঘটনার জেরে বাসটির প্রায় অর্ধেক অংশ তুবড়ে গিয়েছে। অভিঘাতের জেরে রাস্তার পাশে ছিটকে গিয়েছে ট্রাকটি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিকট আওয়াজে তাঁদের ঘুম ভেঙে যায়। ঘটনাস্থলে এসে তাঁরাই প্রথম আহতদের উদ্ধার করেন।