উত্তরপ্রদেশের হাতরস থেকে কাশ্মীর বেড়াতে এসে বিপত্তি। বাড়ি ফেরার পথে আখনুর শহরের পুঞ্চ-জম্মু জাতীয় সড়কের উপর থেকে খাদে গড়িয়ে গেল যাত্রিবোঝাই বাস। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এই ঘটনায় কমপক্ষে ২১ জনের মৃত্যু হয়েছে। ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শোক জানিয়েছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেও।
কাশ্মীর পুলিশ জানিয়েছে, জম্মু থেকে রিয়াসির শিব খোরির দিকে যাওয়ার পথে দুর্ঘটনা ঘটে। সেই সময় বাঁকের কাছে নিয়ন্ত্রণ হারান চালক। প্রথম গাছে ধাক্কা খেয়ে খাদে গড়িয়ে যায় বাসটি। ঘটনার বেশ খানিকক্ষণ পর শুরু হয় উদ্ধারের কাজ। তবে রাজ্য পরিবহণ দফতরের কর্তাদের দাবি, যে বাঁকে এই দুর্ঘটনা ঘটেছে, সেখানে এই ঘটনা হওয়ার কথা নয়।
প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, বাড়ি ফেরার পথে হয়তো ঘুমিয়ে পড়তে পারেন চালক। আর সেই কারণে এই দুর্ঘটনা বলেই প্রাথমিক ধারণা পুলিশের। ঘটনায় আহতদের আখনুর হাসপাতালে চিকিৎসা চলছে।