ভয়াবহ অগ্নিকাণ্ড রাজধানী দিল্লিতে। শুক্রবার পশ্চিম দিল্লির মুন্দকা এলাকার একটি বহুতলে বীভৎস আগুন লাগে। মুহূর্তে সেই আগুন গোটা বাড়িতে ছড়িয়ে পড়ে। ঘটনায় এখনও পর্যন্ত অন্তত ২৬ জনের মৃত্যু হয়েছে বলে দাবি সূত্রের। ওই বাড়িটি বিভিন্ন অফিসকে ভাড়া দেওয়া হত। দমকা হাওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। শেষ পাওয়া খবর অনুযায়ী, দমকলবাহিনী আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি। ফলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
দিল্লি পুলিশের তরফে জানানো হয়েছে, শুক্রবার সন্ধেয় পশ্চিম দিল্লির মুন্দকা মেট্রো স্টেশনের কাছে একটি বাণিজ্যিক বিল্ডিংয়ে আগুন লাগে। বিল্ডিংয়ের তৃতীয় তলা থেকে ধীরে ধীরে আগুন ছড়াতে শুরু করে। আগুনের লেলিহান শিখায় গোটা এলাকা ধোঁয়ায় ঢেকে যায়।
এ দিকে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকল। প্রথমে আগুনের তীব্রতা দেখে ২০টি দমকলের ইঞ্জিন নামানো হয়েছিল। শেষ পাওয়া খবর, ২৪টি দমকলের ইঞ্জিন আগুন নেভানোর কাজ চালাচ্ছে।
তবে কীভাবে আগুন লাগল, তা এখনও স্পষ্ট হয়নি। অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখা হবে বলে জানান দমকল আধিকারিক। পাশাপাশি ওই বিল্ডিংয়ে অগ্নি০নির্বাপনের পর্যাপ্ত ব্যবস্থা ছিল কি না, তাও খতিয়ে দেখা হবে।