দিল্লিতে বহুতলে আগুন (Delhi Fire) লাগার ঘটনায় মৃতের সংখ্যা বাড়ছে । শেষ খবর পাওয়া অনুযায়ী, এখনও পর্যন্ত অন্তত ২৭ জনের মৃত্যু (Death Toll) হয়েছে । এই সংখ্যা আরও বাড়বে বলে মনে করা হচ্ছে । ইতিমধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে । এখন যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ চলছে ।
পুলিশ জানিয়েছে, এখনও পর্যন্ত ৬০ থেকে ৭০ জনকে উদ্ধার করা হয়েছে । তার মধ্যে ৪০ জন হাসপাতালে ভর্তি । এখনও বহুতলে অনেকে আটকে রয়েছেন বলে অনুমান করা হচ্ছে । পুলিশ আরও জানিয়েছে, এই বহুতলে একটি সিসিটিভি গোডাউন ও অফিস রয়েছে । অনেকেই আটকে রয়েছেন বলে আশঙ্কা । উদ্ধারকাজ চলছে ।
ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) । মৃতদের পরিবারের প্রতি তিনি সমবেদনা জানিয়েছেন । আহতদের দ্রুত সুস্থতার কামনা করেছেন তিনি । প্রত্যেক মৃতের পরিবারকে ২ লাখ টাকা ও আহতদের ৫০ হাজার টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী । দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও টুইটে শোকপ্রকাশ করেছেন । দিল্লির মর্মান্তিক ঘটনায় শোকস্তব্ধ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) । টুইট করে মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি । এছাড়াও শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, রাহুল গান্ধি ও আরও অনেকে ।
আরও পড়ুন, Delhi fire: কলকাতার স্টিফেন কোর্টের স্মৃতি ফেরাল দিল্লির বহুতল, অগ্নিকাণ্ডে কমপক্ষে ২৬ জন মৃত
শুক্রবার বিকেল সাড়ে চারটে নাগাদ পশ্চিম দিল্লির মুন্দকা মেট্রো স্টেশনের কাছে একটি বহুতলে আগুন লাগে । নিমেষেই আগুন ছড়িয়ে পড়ে গোটা বিল্ডিংয়ে । বহুতল থেকে প্রথমে কয়েকজন বেরিয়ে আসতে পারলেও, অনেকেই ভিতরে আটকা পড়ে যান । প্রাণ বাঁচাতে অনেকে বারান্দা থেকে নীচে ঝাঁপ দেন । কেউ আবার দড়ি বেয়ে নীচে নেমে আসে । আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকল । প্রথমে আগুনের তীব্রতা দেখে ২০টি দমকলের ইঞ্জিন নামানো হয়েছিল । শেষ পাওয়া খবর অনুযায়ী, ২৪টি দমকলের ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে এনেছে । আগুন নেভানোর কাজে হাত লাগায় বিপর্যয় মোকাবিলা বাহিনীও ।
তবে কীভাবে আগুন লাগল, তা এখনও স্পষ্ট হয়নি । তবে প্রাথমিক অনুমান, বিল্ডিংয়ের একতলায় একটি সিসিটিভি ও রাউটার তৈরির সংস্থার অফিস ছিল । সেখান থেকেই শট সার্কিট হয়ে আগুন লাগে বলে মনে করা হচ্ছে । ঘটনার তদন্ত শুরু হয়েছে ।