ইতিহাস মানেই বিস্ময় ও কৌতূহল! কত ঘটনা ও দুর্ঘটনা মিলেমিশে যে তৈরি হয় মানবসভ্যতার স্বতন্ত্র ইতিহাস, লড়াইয়ের ইতিহাস, তার ইয়ত্তা নেই! তার সঙ্গে এই কথাটিও বারবার বলা হয় যে, ইতিহাসের থেকে বড় শিক্ষক আর কেউ নেই। একেবারে স্বতন্ত্র বিশেষত্ব নিয়ে টিকে থাকে ইতিহাসের প্রতিটি দিনই। দিনটি হয়তো সাক্ষী থেকেছিল মানবসভ্যতাকে (On this day in history) একেবারে খোলনলচে বদলে দেওয়া কোনও আবিষ্কারের। অথবা, হয়তো ওই দিনে জন্মগ্রহণ বা মৃত্যুবরণ করেছিলেন মানবসভ্যতার ইতিহাসকে নাড়া দেওয়ার মত কোনও ব্যক্তিত্ব। কিংবা, হয়তো কোনও ভয়াবহ ঘটনা বা দুর্ঘটনায় স্তম্ভিত হয়ে গিয়েছিল গোটা বিশ্ব তথা এই দেশ। এমনই প্রতিটি দিনকে এবার থেকে আমরা দেখব ইতিহাসের চোখে।
১৪৯২ সালের ৩ অগস্ট ইতালির নাবিক ক্রিস্টোফার কলম্বাস ভারতবর্ষের খোঁজে তাঁর যাত্রা শুরু করেছিলেন। তিনি হয়তো ভারতবর্ষ পর্যন্ত পৌঁছতে পারেননি, কিন্তু, তাঁর ওই যাত্রা মানচিত্রতে আমেরিকাকে জায়গা দেওয়ার জন্য ছিল সবথেকে গুরুত্বপূর্ণ ঐতিহাসিক পদক্ষেপ।
১৯১৪ সালের ৩ অগস্ট পানামা খাল দিয়ে প্রথম সামুদ্রিক জাহাজ যাত্রা শুরু করে। দুই মহাসাগরের মধ্যে সংযোগরক্ষাকারী ৮০ কিলোমিটার লম্বা এই খালের সূচনা করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র।
শুধু বিশ্বের জন্য নয়, বাংলার জন্যও দিনটি গুরত্বপূর্ণ। ২০০৯ সালের ৩ অগস্ট প্রয়াত হয়েছিলেন প্রবাদপ্রতিম সিপিএম নেতা সুভাষ চক্রবর্তী। মাত্র ৬৭ বছর বয়সে প্রয়াত হয়েছিলেন এই দোর্দণ্ডপ্রতাপ নেতা। বিশেষজ্ঞদের মতে, তাঁর প্রয়াণের প্রভাব পড়েছিল তৎকালীন শাসকদলের সংগঠনগুলিতেও।