জম্মু-কাশ্মীরের (Jammu Kashmir) গান্দেরওয়াল জেলায় তুষারধস (Avalanche)। শনিবার গান্দেরওয়ালের সরবল এলাকায় প্রবল তুষারধস নামে। এখনও পর্যন্ত এই ঘটনায় কোনও মৃত্যুর খবর পাওয়া যায়নি। তুষারধসের সেই ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
প্রশাসন সূত্রে খবর, ওই এলাকায় কাজ করছিলেন হায়দরাবাদের মেঘা ইঞ্জিনিয়ারিং ও ইনফাস্ট্রাকচর লিমিটেডে কর্মীরা। তুষারধসের কারণে সরবল এলাকায় ওয়ার্কশপের কাজ বন্ধ রাখা হয়েছে। কর্মীরা নিরাপদেই আছে। তুষারধসের ছবি ধরা পড়েছে ক্যামেরায়। রাজ্যের বিপর্যয় মোকাবিলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছেছে। পরিস্থিতির উপর নজর রাখছে।
আরও পড়ুন: নেপালে বিমান দুর্ঘটনায় সকলের মৃত্যুর আশঙ্কা, বিমানে ছিলেন ৫ ভারতীয়ও
জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে জম্মু-কাশ্মীরের মোট ১২টি জেলায় তুষারধসের সতর্কতা দেওয়া হয়েছে। একদিন আগেই জম্মু-কাশ্মীরের কুপাওয়ারাতে ভারী তুষারধস হয়।