তুষার ধসের জেরে জম্মু-কাশ্মীরের গুলমার্গে বিপর্যয়। আটকে পড়া স্কিয়ারদের উদ্ধার করলেন স্থানীয়রা। জানা গিয়েছে, কাশ্মীরের হিল স্টেশনে সোমবার অর্থাৎ ৫ ফেব্রুয়ারি কয়েকজন স্কিয়ার আটকে পড়েন। দুর্ঘটনাটি ঘটেছে আফারওয়াত গ্যান্ডোলা দ্বিতীয় ফেজে। জানা গিয়েছে সব পর্যটকদেরই নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে।
শীতকালে গুলমার্গের এই জায়গাটিতে স্কি করতে আসেন অনেক পর্যটক। সেই কারণে ভিড় ছিল। তুষার ধসের সময় অনেকেই স্কেটিং করছিলেন। হঠাৎই তুষার ধস নেমে আসে। পরপর দুটি তুষার ধসের কারণে আটকে পড়েন স্কিয়াররা। তড়িঘড়ি উদ্ধার কাজ শুরু করেন স্থানীয়রা। আটকে পড়া পর্যটকরা বেশিরভাগই বিদেশি বলে জানা গিয়েছে।
আরও পড়ুন - ইতিহাসের পাতায় ৬ ফেব্রুয়ারি, জেনে নিন কী হয়েছিল আজকের দিনে
দীর্ঘ দু'মাস শুষ্ক আবহাওয়ার পর অবশেষে তুষারপাত হয়েছে গুলমার্গে। পাহালগাম, গুলমার্গ, সোনমার্গ, গুরেজ, দুধপাথরি, শোপিয়ানের মতো বেশ কয়েকটি পর্যটনকেন্দ্রেই তুষারপাত দেখা গিয়েছে গত কয়েকদিন ধরে। যার ফলে ঢল নেমেছে পর্যটকদের।