ধর্ষণের অভিযোগ জাতীয় 'সাহিত্য আকাদেমি' (Sahitya Academy) পুরস্কার প্রাপ্ত লেখক নীলোৎপল মৃণালের (Nilotpal Mrinal) বিরুদ্ধে। তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করল দিল্লি পুলিশ (Delhi Police)। তাঁর বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগ (Rape Accusation) এনেছেন এক মহিলা। ৩২ বছর বয়সি ওই মহিলার অভিযোগ, গত ১০ বছর ধরে তাঁকে ধর্ষণ করেন জাতীয় পুরস্কার-জয়ী লেখক।
ওই মহিলার দাবি, ২০১৩ সালে নীলোৎপলের সঙ্গে তাঁর আলাপ হয়। কয়েকবার দেখা হওয়ার পর তাঁদের মধ্যে সম্পর্ক দৃঢ় হয়। তারপর থেকেই একাধিকবার ধর্ষণ করেন অভিযুক্ত লেখক। দিল্লি পুলিশের কাছে ওই মহিলার অভিযোগ, লেখক তাঁকে মারধরও করেছেন। মহিলা আরও জানান, অভিযুক্ত লেখক খ্যাতির জোরে, মধ্যপ্রদেশের কিছু পুলিশ আধিকারিক দিয়ে তাঁকে হুমকি দিয়েছেন। সূত্রের খবর, ওই মহিলা উত্তরপ্রদেশের গোরক্ষপুরের বাসিন্দা। প্রায় ১০ বছর ধরে দিল্লির মুখার্জি নগরে একটি বাড়িতে ভাড়া থাকতেন। দিল্লির তিমারপুর থানায় ওই লেখকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।
আরও পড়ুন: একাধিক সন্তান চাইছেন না দেশের অধিকাংশ পরিবার, মুসলিম সম্প্রদায়েও কমছে ফার্টিলিটি রেট
মহিলার অভিযোগের ভিত্তিতে, পুলিশ নীলোৎপলের বিরুদ্ধে বিভিন্ন ধারায় মামলা দায়ের করেছে। বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে। এখনও কাউকে গ্রেফতার করা হয়নি। ওই মহিলার দাবি, দিল্লির মুখার্জি নগরে থেকে তিনি গত ১০ বছর ইউপিএসসি-র প্রস্তুতি নিচ্ছেন। একটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আলাপ হয় অভিযুক্ত লেখকের সঙ্গে। তাঁদের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে। তারপরই তাঁদের বন্ধুত্ব গাঢ় হয়।