অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন নিছক এক ধর্মীয় ঘটনা তো নয়, আগামী দিনে এই রাম মন্দিরকে ঘিরেই খোলনলচে বদলে যেতে চলেছে গোটা উত্তরপ্রদেশের পর্যটন।
২০২৪-২৫ অর্থবর্ষে উত্তরপ্রদেশ পর্যটন দফতরের কর আদায়ের পরিমাণ বাড়তে চলেছে ২০ থেকে ২৫ হাজার কোটি টাকা। সম্প্রতি এসবিআই এর একটি রিপোর্ট এই দাবি করেছে। সে ক্ষেত্রে বছরের শেষে যোগী রাজ্যের বার্ষিক রাজস্ব আদায় বেড়ে হবে ৪ লক্ষ কোটি টাকা।
২০২২ এ রাম মন্দিরের আনুষ্ঠানিক উদ্বোধনের আগেই অযোধ্যায় ভারতীয় পর্যটকের জন্য আয় বেড়েছিল ২.২ লক্ষ কোটি। বিদেশি পর্যটকের জন্য আয়ের পরিমাণ ছিল ১০, হাজার কোটি। দেশ বিদেশ মিলিয়ে পর্যটকের সংখ্যা ছিল ২ কোটি ২১ লক্ষ। মন্দিরের আনুষ্ঠানিক উদ্বোধনের পর একলাফে সরকারের আয় এবং পর্যটকের সংখ্যা অনেকটা বাড়ার সম্ভাবনা।