যাত্রীদের সুবিধার্থে নতুন পদক্ষেপ রেলের (Indian Railway)। ট্রেনে যাতায়াতে শিশুদের সমস্যা নতুন নয়। আলাদা করে বার্থ বুক করেও খুব একটা লাভ হয় না। সেই সমস্যার সমাধানেই নতুন পদক্ষেপ রেলওয়ের। এবার শিশুদের জন্য থাকছে বেবি বার্থ (Baby Berth)।
নর্দার্ন রেলওয়েতে (Northern Railways) ট্রায়াল হিসেবে কয়েকটি নির্দিষ্ট ট্রেনে চালু করা হয়েছে এই বেবি বার্থ। যাতে বাচ্চাকে নিয়ে নিশ্চিন্তে ঘুমোনোর সময় কোনও সমস্যা না হয় মা-বাবার। আপাতত এসি ২ ও এসি ৩ টায়ারে এই ব্যবস্থা চালু করা হয়েছে। লোয়ার বার্থের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে এই বেবি বার্থ। পরবর্তীকালে রাজধানী, দুরন্ত সব ট্রেনেই এই বেবি বার্থের পরিষেবা থাকবে।
আরও পড়ুন: হয় নাতি বা নাতনির জন্ম, না হলে পাঁচ কোটি টাকার ক্ষতিপূরণ, উত্তরাখণ্ডে দায়ের অভিনব মামলা
জানা গিয়েছে এই বেবি বার্থগুলি ৭৭০ মিলিমিটার লম্বা ও ২৫৫ মিলিমিটার চওড়া। উচ্চতা ৭৬.২ মিলিমিটার। মূলত লখনউ রেল কর্তৃপক্ষ শিশুদের কথা মাথায় রেখেই এই বিশেষ সিদ্ধান্ত চালু করেছে।