দুর্ঘটনার মুখে বাগমতী এক্সপ্রেস। কর্নাটকের মাইসোর থেকে বিহারের দ্বারভাঙা যাচ্ছিল ট্রেনটি। শুক্রবার রাতে চেন্নাইয়ের কাছে মালগাড়ির সঙ্গে সংঘর্ষে বেলাইন হয়ে যায় ট্রেনটি। সংঘর্ষের পর মালগাড়িটিতে আগুনও লেগে যায়। ঘটনায় একাধিক যাত্রী জখম হয়েছেন বলে জানা গিয়েছে। এখনও মৃত্যুর কোনও খবর পাওয়া যায়নি। চলছে উদ্ধারকাজ।
শুক্রবার সকালে ১০টা ৩০ মিনিটে ট্রেনটি মাইসোর থেকে ছাড়ে। স্থানীয় সূত্রে খবর, তামিলনাড়ুর কাভারাইপেট্টাই স্টেশনের কাছে মালগাড়িটি দাঁড়িয়ে ছিল। দ্রুতবেগে বাগমতী এক্সপ্রেস মালগাড়িটিকে ধাক্কা মারে। জানা গিয়েছে, ঘটনাস্থলে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন রেলের আধিকারিকরা। তামিলনাড়ু পুলিশ ও উদ্ধারকারী দল, অ্যাম্বুলেন্সও ঘটনাস্থলে এসেছে।