কর্নাটকে বজরং দলের কর্মীর হত্যায় ৬ জনকে গ্রেফতার করল পুলিশ। ৬ জনের নামেই অপরাধমূলক কাজে লিপ্ত থাকার রেকর্ড রয়েছে। গ্রেফতার হওয়া ছয়জন হল মহম্মদ কাশিফ, সায়েদ নাদিম, আফসিফুল্লাহ খান, রেহান শারেফ, নিহান এবং আব্দুল আফনান। এছাড়াও আরও ১২ জনকে এই ঘটনায় জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ছয় জনের মধ্যে তিন জন খুনের সঙ্গে সরাসরি যুক্ত এবং বাকি তিন জন খুনের ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত ছিল। সবাই শিবামোগ্গারই বাসিন্দা। অভিযুক্তদের বয়স ২০-২২ বছরের মধ্যে।
রবিবার রাত সাড়ে নটা নাগাদ কর্নাটকের শিবামোগ্গায় ধারাল অস্ত্রের কোপে মৃত্যু হয় বজরং দলের কর্মী ২৬ বছরের হর্ষ নামের যুবকের। এই ঘটনা ঘিরে বিক্ষোভ শুরু হয় ওই এলাকায়। কয়েকটি গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য ওই এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। জারি হয়েছে ১৪৪ ধারা। বড় কোনও গণ্ডগোলের আশঙ্কায় স্কুল, কলেজ বন্ধ রাখা হয়েছে ওই এলাকায়। তবে বিধিনিষেধ সত্ত্বেও বজরং দলের সমর্থকরা জমায়েত করে মৃতের দেহ বাড়িতে নিয়ে যায়।
সোমবার হর্ষের শেষ কৃত্য়ের সময়ও বিক্ষোভ দেখানো হয়। প্রায় ৫০০০ জন সেই মিছিলে অংশগ্রহণ করে। বিক্ষোভ ঠেকাতে লাঠিচার্জ করে এবং পাথর ছোঁড়ে পুলিশ।