স্মার্টফোন ব্যবহারে কড়াকড়ি পুরীর জগন্নাথ মন্দিরে। এবার এর থেকে রেহাই পেল না পুলিশকর্মীরাও। মন্দির চত্বরে পুলিশ কর্মীরাও ব্যবহার করতে পারবে না ফোন। এমনই নির্দেশিকা জারি করেছে পুরীর পুলিশ সুপার কানওয়াল বিশাল সিং।
পুরীর জগন্নাথ ধামের ভিতরের ছবি ভিডিও তোলা একেবারে নিষিদ্ধ। কিন্তু এই নিষেধাজ্ঞার পরেও মন্দিরের ভিতরের নানা সময়ের গর্ভগৃহের ভিডিও এসেছে সামনে। দর্শনার্থীরা কোনওরকম নিয়মের তোয়াক্কা না করেই দেদার ছবি তুলে তা সমাজ মাধ্যমে পোস্ট করে। সম্প্রতি, বাংলাদেশের এক ইউটিউবার সেই ছবি ভাইরাল হতেই শুরু হয় জোর বিতর্ক।
গোটা বিষয় প্রকাশ্যে আসতেই কড়া নির্দেশিকা জারি করে মন্দির কর্তৃপক্ষ। ওই ইউটিউবারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে কড়া পদক্ষেপ নেওয়া হবে বলেও জানানো হয়েছে। এই ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় তাই পুলিশদের উপরেও এই নির্দেশিকা জারি করা হয়েছে।