ইংরেজিতে বহুল প্রচলিত একটি প্রবাদ বাক্য রয়েছে। এভরিথিং ইস ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার। ভালবাসলে সব অসম্ভব সম্ভব হয়ে যায়। সেই প্রবাদই মনে করাচ্ছে আসামের এক সাম্প্রতিক ঘটনা। প্রেমিক এইচআইভি পজিটিভ। প্রেমিকের প্রতি ভালবাসার প্রমাণ দিতে গিয়ে তাঁরই রক্ত নিজের শরীরে ইনজেক্ট করল বছর ১৫-এর এক কিশোরী। অসমের সুয়ালকুচি জেলার এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে।
ঘটনা প্রকাশ্যে আসতেই প্রেমিককে গ্রেফতার করা হয়েছে। স্বাস্থ্যপরীক্ষা করানো হয়েছে ওই কিশোরীর। আপাতত পর্যবেক্ষণে রাখা হয়েছে।
জানা গিয়েছে, ফেসবুকে কিশোরীর সঙ্গে আলাপ হয়েছিল যুবকের, পরিচয় গড়ায় প্রেমে। তিন বছর ধরে তাদের প্রেমের সম্পর্ক। কিশোরীর এই কাণ্ডে প্রাণসংশয় পর্যন্ত হতে পারে বলে উদ্বিগ্ন চিকিৎসকেরা।
ঘটনার জেরে হইচই পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়াতেও। কেউ নিছক মশকরা করে লিখছেন, 'পেয়ার কিয়া তো ডরনা কেয়া'। কেউ বলছেন ডারউইনের 'সারভাইভাল অফ দি ফিটেস্ট' এই তত্ত্বকে ভুল প্রমাণ করে দিয়েছে ওই নাবালিকা।