Republic Day History: ভারতের গণতন্ত্রে সবচেয়ে উল্লেখযোগ্য দিন প্রজাতন্ত্র দিবস। ১৯৪৭ এর ১৫ আগস্ট স্বাধীনতার স্বাদ পেল আমাদের দেশের মানুষ। আর ১৯৫০ এর ২৬ জানুয়ারি থেকে কার্যকর হল ভারতীয় সংবিধান। সেই থেকেই ২৬ জানুয়ারি দিনটি পালিত হচ্ছে প্রজাতন্ত্র দিবস (Republic Day Of India) হিসেবে।
১৯৪৯ সালের ৯ নভেম্বর গণ পরিষদের প্রথম অধিবেশনে যোগ দিলেন ২০৭ জন সদস্য। সভার নেতৃত্ব দিয়েছিলেন ‘ভারতীয় সংবিধানের রূপকার’ ভীম রাও আম্বেদকর (Bhimrao Ambedkar)। ২৬ নভেম্বর গৃহীত হল ভারতীয় সংবিধান (Indian Constitution)। কার্যকর হল আরও মাস দুয়েক পর, অর্থাৎ ২৬ জানুয়ারি, ১৯৫০।
২৬ জানুয়ারি দিনটিকে মহাত্মা গান্ধী নাম দিয়েছিলেন, 'স্বতন্ত্রতা সংকল্প দিবস'। জাতীয় কংগ্রেসের ১৯২৯ সালের অধিবেশনে পূর্ণ স্বরাজ-এর অঙ্গীকার নেওয়া হয়। এরপরেই ১৯৩০ সালের ২৬ জানুয়ারি দিনটিকে স্বাধীনতা দিবস হিসেবে ঘোষণা করা হয়। সেই থেকেই ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে আলাদা করে দিনটির গুরুত্ব ছিলই।
ভারতীয় সংবিধান রচনা করতে মোট সময় লেগেছিল ২বছর ১১মাস ১৮দিন। সংবিধান রচনার পূর্বে মোট ১৬৬টি অধিবেশন বসেছিল। মূল ভারতীয় সংবিধানে ৩০৮জন সদস্যের স্বাক্ষর আছে।এই সদস্যরা ২৪শে জানুয়ারি ১৯৫০সালে তাদের স্বাক্ষর করেন।