কোভিড নিয়ে একাধিক বিধিনিষেধ ছিল। কোভিড বাধ্যতামূলক কিনা, তা নিয়েও নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। ধীরে ধীরে সব রাজ্যেই অনেকটাই শিথিল হয়েছে সেই বিধিনিষেধ। তবে এখনও উল্টো পথে হাঁটছে লাদাখ এবং আন্দামান নিকোবর। দুই কেন্দ্রশাসিত অঞ্চলে ঢুকতে গেলে বাধ্যতামূলক RT-PCR পরীক্ষা করাতে হবে পর্যটকদের।
দুই কেন্দ্রশাসিত অঞ্চল কড়া নির্দেশিকা দিয়ে জানিয়েছে, লেহ বা পোর্ট ব্লেয়ার বিমানবন্দরে নামার ৯৬ থেকে ৪৮ ঘণ্টা আগের RT-PCR নেগেটিভ রিপোর্ট থাকতে হবে। যদি পরীক্ষা না করানো থাকে তবে বিমানবন্দরেই করা হবে পরীক্ষা। না হলে পর্যটকদের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ।
প্রসঙ্গত, কোভিড এখনও বেশ কিছু দেশে সক্রিয়। সম্প্রতি চিনে ফের কোভিড নিয়ে বিধিনিষেধ শুরু হয়েছে। এই দুই কেন্দ্রশাসিত অঞ্চলে ভিনরাজ্যের পর্যটকের পাশাপাশি আসে বিদেশি পর্যটকও। মনে করা হচ্ছে, তাই বিধিনিষেধ জারি করেছে দুই কেন্দ্রশাসিত অঞ্চল।