দিন কয়েক আগেই পুরীর জগন্নাথ মন্দিরের (Puri Jagannath Temple) গর্ভগৃহের ছবি ভাইরাল হতেই হইচই পড়ে গিয়েছিল । এই ঘটনায় এক বাংলাদেশী ইউটিউবারকে (Bangladeshi Youtuber) গ্রেফতার করল পুলিশ । তাঁর বিরুদ্ধে পুরী মন্দিরের গর্ভগৃহের ছবি ভাইরাল করার অভিযোগ উঠেছিল । ওই ইউটিউবারের নাম আকাশ চৌধুরী (Akash Chowdhury) । সম্প্রতি, তাঁকে গ্রেফতার করে তাঁর পাসপোর্ট, মোবাইল ফোন এবং অন্যান্য গ্যাজেট বাজেয়াপ্ত করেছে সিংহদ্বার পুলিশ ।
জানা গিয়েছে, বাংলাদেশের ইউটিউবার তাঁর ফেসবুক অ্যাকাউন্টে পুরীর গর্ভগৃহের বেশ কিছু ছবি পোস্ট করেন । যা দ্রুত নেটমাধ্যমে ভাইরাল হয়ে যায় । SJTA অ্যাডমিনিস্ট্রেটর (নিরাপত্তা) ভিএস চন্দ্রশেখর রাও নিজেই মন্দিরের ভিতরের ছবি তোলার এবং সোশ্যাল মিডিয়াতে তা ছড়িয়ে দেওয়ার জন্য ইউটিউবারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য অভিযোগ দায়ের করেন । মন্দির কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতে সিংহদ্বার পুলিশ তদন্তে নেমে ওই ইউটিউবারকে গ্রেফতার করে । যদিও পরে ওই ইউটিউবার জামিন পেয়ে যান । সাধারণত, পুরীর জগন্নাথ ধামের ভিতরের ছবি, ভিডিও তোলা একেবারে নিষিদ্ধ । কিন্তু এই নিষেধাজ্ঞার পরেও মন্দিরের ভিতরের ভিডিও এভাবে সামনে আসায় মন্দিরের নিরাপত্তা ব্যবস্থার ত্রুটি নিয়ে প্রশ্ন উঠেছে ।
আরও পড়ুন, Bihar Gang rape: রক্ষকই ভক্ষক! প্রধান শিক্ষক সহ ৫ জন মিলে গণধর্ষণ করল নাবালিকাকে
বাংলাদেশী যুবকের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইন এবং পুরীর মন্দিরের আইনের বিধান লঙ্ঘনের জন্য মামলা করা হয়েছে । মন্দিরের অভ্যন্তরীণ ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই প্রথম নয় । আগেও বিভিন্ন সময়ের ভিডিও ছবি সামনে এসেছে । সেখানেই মন্দিরের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে ।